ত্রিদেশীয় মহড়ার জবাবে নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে ত্রিদেশী নতুন সামরিক মহড়া শেষ হওয়ার দুইদিন পর সোমবার উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। 

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, দুইটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি অস্বাভাবিকভাবে উড়ে যেয়ে উত্তর কোরিয়ার ভেতরে ভেঙ্গে পড়ে অন্যটি সাগরের মধ্যে যেয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফস অব স্টাফ এক বিবৃতিতে জানায়, ১০ মিনিটের ব্যবধানে ক্ষেপণাস্ত্র দুইটির পরীক্ষা চালান হয়। উত্তর কোরিয়ার দক্ষিণপূর্বের জাঙ্গয়ন শহর থেকে উত্তরপূর্ব দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র দুইটি। 

এতে এ পরীক্ষা চালানোর নিন্দা জানিয়ে বলা হয়, প্রথম ক্ষেপণাস্ত্রটি ৬০০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে। দ্বিতীয়টি ১২০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে। 

গত রোববার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ত্রিদেশীয় সামরিক মহড়ার নিন্দা জানানো হয়। তিন দিনের ওই মহড়ায় মার্কিন বিমানবাহী য্দ্ধুজাহাজ এবং তিন দেশের ডেস্ট্রয়ার, জঙ্গী বিমান ও হেলিকপ্টারগুলো অংশ নেয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি  
 

news