সার্বিয়ায় ইসরায়েলি দূতাবাসে পুলিশকে তীর নিক্ষেপ, গুলিতে নিহত ১

শনিবার সকালে বেলগ্রেডে ইসরায়েলি দূতাবাসে কর্তব্যরত এক পুলিশকর্মীকে লক্ষ্য করে ধনুক দিয়ে তীর নিক্ষেপ করে এক হামলাকারী। তীরটি পুলিশ কর্মকর্তার ঘাড়ে বিদ্ধ হয়। পরবর্তীতে পুলিশের গুলিতে নিহত হয় ওই হামলাকারী। 
আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে চিকিৎসাধীন। 

ঘটনার নিন্দা করে সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী একে সন্ত্রাসবাদী হামলা বলে আখ্যায়িত করেছেন।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর বয়স ২৫। সে বেলগ্রেডের ৫০ কিলোমিটার দূরত্বে থাকা ম্লাদেনোভ্যাক অঞ্চলের বাসিন্দা। 

এই ঘটনার পরেই হামলার সঙ্গে জড়িত সন্দেহে কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে।   সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news