যুক্তরাষ্ট্রে যেতে অভিবাসী ট্রানজিট বন্ধ করার প্রতিশ্রুতি পানামার নতুন প্রেসিডেন্টের 

সোমবার পানামার নতুন প্রেসিডেন্ট হিসেবে জোসে রাউল মুলিনো শপথ নিয়ে এই প্রতিশ্রুতি দিয়েছেন। 

শপথের পরই পানামা সরকারের এক বিবৃতিতে জানানো হয়, পানামা থেকে অনিবন্ধিত অভিবাসীদের নিজ নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মার্কিন অর্থায়নের প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ সীমান্ত কর্মকর্তা আলেজান্দ্রো মায়োরকাসের সাথে পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার মার্টিনেজ-আর্চা একটি চুক্তি স্বাক্ষর করেন। 

এই প্রসঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, ‘এই ধরনের ব্যক্তিদের তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আমরা এই অঞ্চলে এবং আমাদের দক্ষিণ সীমান্তে অনিয়মিত অভিবাসন রোধ করতে সাহায্য করব এবং ক্ষতিকারক অভিবাসীদের ব্যবহার করে এমন ক্ষতিকারক চোরাচালান নেটওয়ার্কগুলির অপতৎপরতা বন্ধ করতে সাহায্য করব।’

২০২৩ সালে পাঁচ লাখের বেশি ও ২০২৪ সালে ১,৯০,০০০ অনিবন্ধিত অভিবাসী কলম্বিয়া ও পানামার মধ্যে ডারিয়েন জঙ্গলের মধ্য দিয়ে বিপজ্জনক অভিবাসন পথে পাড়ি দিয়েছে। সূত্র: এএফপি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news