নানা আয়োজনে পালিত হয় ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতি বছর ৪ জুলাই মার্কিনীরা উদযাপন করে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করেন। বরাবরের মতো এবারের ২৪৮তম স্বাধীনতা দিবসেও আিয়োজন করা হবে কুচকাওয়াজ ও কনসার্টের। সেই সঙ্গে থাকবে চোখ ধাঁধানো আতশবাজি। 

এ ছাড়া, স্ট্যাচু অব লিবার্টিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। এই স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। যতদিন আমেরিকা থাকবে, ততদিন এ ভাস্কর্য স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক হয়ে থাকবে।

১৭৭৬ সালের ২ জুলাই ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য ভোট দেন আমেরিকার দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস। এর দুদিন পর স্বাধীনতার ঘোষণাপত্রে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস। কিন্তু পৃথক হতে ব্রিটেনের সঙ্গে চূড়ান্ত স্বাক্ষর ২ আগস্টে অনুষ্ঠিত হলেও প্রত্যেক বছর ৪ জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করে যুক্তরাষ্ট্র। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news