দলের নেতাদেরকে বাইডেনের চিঠি: নির্বাচনে আমি লড়বই

চলতি বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছেন জো বাইডেন। স্থানীয় সময় সোমবার নিজ দল ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যদের কাছে লেখা এক চিঠিতে বাইডেন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। 

 নিজের মানসিক সুস্থতা ও নির্বাচনী প্রচারের কার্যকারিতা নিয়ে বিরাজমান শঙ্কা উড়িয়ে দিয়ে বাইডেন চিঠিতে লেখেন, ‘গণমাধ্যম ও বিভিন্ন মহলের জল্পনা সত্ত্বেও আমি আপনাদের জানাতে চাই, নির্বাচন করতে, নির্বাচনের দৌড় শেষ করতে এবং ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।’

ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে দ্বিতীয় দফায় নির্বাচন করে বাইডেনের জয়ী হওয়া নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে চিঠিতে তিনি তা জোরালো ভাষায় নাকচ করে দেওয়া চেষ্টা করেছেন। দুই পৃষ্ঠার এই চিঠিতে বাইডেন লেখন, ‘কীভাবে সামনে এগোতে হবে তা নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে অনেক আলোচনা হয়েছে। এখন এসব আলোচনা বন্ধ করার সময় হয়েছে।’ 

বাইডেন আরও লিখেছেন, ‘এখন আমাদের সামনে একটাই কাজ। আর তা হলো ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করা। ডেমোক্রেটিক পার্টির কনভেনশনের আগে আমাদের হাতে ৪২ দিন সময় আছে, সাধারণ নির্বাচনের আগে সময় আছে ১১৯ দিন। এই অবস্থায় সংকল্পের দুর্বলতা বা করণীয় নিয়ে আমাদের অস্পষ্টতা ট্রাম্পকে সাহায্য করবে, আর ক্ষতি করবে আমাদের।’

চলতি সপ্তাহটি বাইডেনের রাজনৈতিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গত মাসের শেষের দিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি বিতর্কের পর দেশটির প্রতিনিধি পরিষদ ও সিনেটের প্রথম অধিবেশন শুরু হচ্ছে স্থানীয় মঙ্গলবার সন্ধ্যায়। 

এমন একটি পরিস্থিতিতে রোববার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির কিছু সদস্য বিরোধী দলীয় নেতা হাকিম জেফরিসকে বলেছেন, বাইডেনের সরে দাঁড়ানো উচিত। মঙ্গলবারের বৈঠকে বাইডেনের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠকে বাইডেনের বিষয়ে দলের সদস্যদের ধৈর্যের ‘বাঁধ ভাঙবে’ বলে ধারণা করা হচ্ছে। গত ২৭ জুন ট্রাম্পের সঙ্গে বিতর্ক বিপর্যয়ের পর থেকে নির্বাচনী দৌড় থেকে বাইডেনের দাঁড়ানোর দাবি বাড়ছে।

news