বন্দুকধারী ট্রাম্পের রিপাবলিকান দলেরই এক কর্মী! মেরে ফেলাই উদ্দেশ্য ছিল, বিবৃতিতে বলল এফবিআই

মার্কিন অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ার বাটলারে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে যিনি গুলি ছুড়েছিলেন, তাঁর পরিচয় প্রকাশ করল এফবিআই। 

পেনসিলভেনিয়া স্টেটের ভোটার রেকর্ড অনুযায়ি, ওই আততায়ী ম্যাথিউ ক্রুক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের নিজের দলেরই নথিভুক্ত সদস্য। 

এফবিআই জানিয়েছে, এই হামলাকে ‘খুনের চেষ্টা’ হিসাবেই দেখছে তারা। সাবেক প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী যেখানে উপস্থিত, সেই সভাস্থলের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন।

এফবিআই সূত্রে জানা গিয়েছে, ২০ বছর বয়স্ক টমাস ম্যাথিউ ক্রুক নামের ওই হামলাকারী পুলিশ এবং রক্ষীদের গুলিতে নিহত হয়েছেন তিনি। তাঁর ছোড়া গুলিতে আরও এক সমর্থকের মৃত্যু ও দু’জন গুরুতর আহত হয়েছে।

এফবিআই আরও জানিয়েছে, পেনসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা ক্রুক। ট্রাম্পের যেখানে মঞ্চ ছিল, তার থেকে প্রায় ১১৮ মিটার দূরে একটি উঁচু ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক গুলি ছুড়েছিলো সে। সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যান সিক্রেট সার্ভিস কাউন্টার-স্নাইপার দলের সদস্যেরা। তাঁরা ক্রুককে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়েন। তাতেই মৃত্যু হয় যুবকের। 

news