রাশিয়ায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, আহত ৫২

রাশিয়ার দক্ষিণের ভলোগার্ড অঞ্চলের এক লেভেল ক্রোসিংয়ে গত সোমবার এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি রাশিয়ার মধ্যাঞ্চলের কাজান থেকে কৃষ্ণসাগর তীরবর্তী আডলার যাচ্ছিল। 

সংঘর্ষের পর ট্রেনটির আটটি বগি লাইনচ্যূত হয়। আহতদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ভলোগার্ড অঞ্চলের কর্তৃপক্ষ।  

দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে ৮০০ যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই আহতের সংখ্যা ১৪০ জন বলে জানানো হয়েছিল। পরে স্থানীয় কর্তৃপক্ষ আহতের সংখ্যা ৫২ বলে জানায়।

news