ইহুদিবাদী ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ইসরাইলের সেনাবাহিনীও বিষয়টি স্বীকার করেছে।
আজ (মঙ্গলবার) রাতে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “শহীদ ইসমাইল হানিয়া, সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, শহীদ জেনারেল আব্বাস নীলুফরোশনের হত্যার প্রতিক্রিয়ায় আমরা ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছি।”
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইরান চার শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইতোমধ্যে নেভাতিম বিমান ঘাঁটিসহ, ভূমধ্যসাগরে ইসরাইলে গ্যাস ট্যাঙ্কার এবং তেল আবিবে বহু ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে।
ইরানের হামলা শুরুর আগেই ইসরাইলজুড়ে সাইরেন বাজানো হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ইসরাইলের দখলদার বাহিনী (আইওএফ) এক বার্তায় দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলেছে।
লেবাননে ইসরাইলের বোমা হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার পর এর বদলা নেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান। তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান ইরান কথা রাখল।
ইরানে হামলাকে ফিলিস্তিনিরা তাকবির ধ্বনি দিয়ে উদযাপন করছেন। তেহরানেও জনগণও রাস্তায় নেমে উল্লাস করছেন।
প্রায় এক বছর আগে ফিলিস্তিনের গাজায় হামলা চালায় ইসরাইল। তাদের নির্বিচার বোমা হামলায় গাজায় ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
পার্সটুডে