রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, কয়েকজন ক্রু নিহত
রাশিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে এর অন্তত দুজন ক্রু নিহত হয়েছেন। আজ (শুক্রবার) সকালে রাশিয়ার রাজধানী মস্কোর ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াযান অঞ্চলে এই বিমান বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবি থেকে এই ইঙ্গিত মিলছে যে, বিধ্বস্ত বিমানটি ইল্যুশিন-৭৬ মডেলের একটি বিমান। পরে অবশ্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এটি একটি সামরিক ফ্লাইট ছিল।
ট্রেনিং ফ্লাইটের সময় সামরিক পরিবহন বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং বিমানটি বাজেভাবে জরুরি অবতরণে বাধ্য হয়।
প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছিল যে, বিমানে নয় থেকে দশ জন ক্রু ছিলেন। এরমধ্যে দুজন নিহত হয়েছেন এবং ছয় জন বেঁচে গেছে। বেঁচে যাওয়া আরোহীদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানটি একটি ফাঁকা রাস্তার কাছে ফসলের ক্ষেতে বিধ্বস্ত হয় যার কারণে সেখানকার কেনো ব্যক্তি হতাহত কিংবা কোনো ঘরবাড়ি বা অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে দ্রুত ফায়ারফাইটার এবং অ্যাম্বুলেন্স সার্ভিস উপস্থিত হয়। ফলে শিগগিরই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
একটি অনিশ্চিত সূত্র জানিয়েছে, রিয়াযান থেকে বিমানটি ওড়ার পরপরই তাতে আগুন ধরে যায়। বিমানটি কাজাখ সীমান্তবর্তী ওরেনবার্গ শহর থেকে উড্ডয়ন করে ইউক্রেন সীমান্তবর্তী বেলগরোদ শহরে যাচ্ছিল। রিয়াজানে জ্বালানি গ্রহণের জন্য বিমানটি অবতরণ করে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে