যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেশটির সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথ কেয়ার’–এর প্রধান ব্রায়ান থম্পসন গুলিতে নিহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ব্রায়ান থম্পসনের স্ত্রী পলেট থম্পসন এনবিসি নিউজকে জানান, ব্রায়ান থম্পসনকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তবে এনিয়ে তিনি বিস্তারিত আর কিছু জানতেন না।
বিবিসির প্রতিবেদনে অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৫ ডিসেম্বর) ভোরের দিকে ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানায়, ব্রায়ানকে পেছন থেকে গুলি করা হয়। তার শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে।
নিউইয়র্ক পুলিশ বলছে, সুনির্দিষ্টভাবে হামলা চালিয়ে ব্রায়ানকে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি অভিযান চলছে।
সন্দেহভাজন হামলাকারী কালো হুডি পরা ছিল। পিঠে ছিল কালো রঙের ব্যাগ। গুলি করার পর তিনি পালিয়ে যান বলে পুলিশ জানায়।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ার। প্রতিষ্ঠানটির প্রধান ব্রায়ান থম্পসন থাকেন মিনেসোটায়। একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে তিনি নিউইয়র্কে এসেছিলেন।