বেলারুশ থেকেও হামলা শুরু হয়েছে: ইউক্রেনের দাবি
রাশিয়ার মিত্র দেশ বেলারুশ থেকেও হামলা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ড বলেছে, আজ (শনিবার) স্থানীয় সময় সকাল ৫টা নাগাদ চেরনিহিভ অঞ্চলে রকেট ছোড়া হয়েছে। আকাশ থেকে দেসনা গ্রামকে লক্ষ্য করে ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে।
এদিকে, রাশিয়াও আজ ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের সামরিক কর্মকর্তারা বলেছেন, গতকাল শুক্রবার থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক শহরে ব্যাপক হামলা শুরু করেন রুশ সেনারা। এ শহর দুটি দখলে ব্যাপক গোলাবর্ষণের পাশাপাশি বিমান হামলাও জোরদার করা হয়েছে। সেখানে একটি রাসায়নিক কারখানা গুঁড়িয়ে দিয়েছেন তারা। ওই কারখানায় অনেক বেসামরিক লোকজন আটকে ছিলেন।
আজকের হামলা প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের পরামর্শক মাইখাইলো পোডোলিয়াক টুইটারে বলেছেন, ‘রাতে ৪৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র পুরো ইউক্রেনে নিক্ষেপ করেছে রুশ বাহিনী। তারা এখনো ইউক্রেনকে ভয় দেখানোর চেষ্টা করে যাচ্ছে। ক্ষেপণাস্ত্র হামলা করে আতঙ্ক সৃষ্টি ও মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন রুশ সেনারা।৷ খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে