রাশিয়ার তেল বাণিজ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ডিজেল পরিশোধনকারীদের মুনাফাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) লন্ডন স্টক এক্সচেঞ্জ এবং বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
এনার্জি এসপেক্টসের বিশ্লেষক নাতালিয়া লোসাদার মতে, নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার ডিজেল রপ্তানি ঝুঁকিতে পড়েছে। গ্যাজপ্রম নেফট ও সারগুটনেফটেগাস পরিশোধনাগার থেকে প্রতিদিন প্রায় ১ লাখ ৫০ হাজার ব্যারেল ডিজেল রপ্তানির পরিকল্পনা থাকলেও তা বাধাগ্রস্ত হতে পারে।
১০ জানুয়ারি যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল উৎপাদক ও ট্যাংকারগুলোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আর্থিকভাবে চাপে ফেলতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এর ফলে রাশিয়ার তেল রপ্তানি থেকে আয়ের প্রবাহে বড় ধরনের বাধা সৃষ্টি হয়েছে।
ভারত ও চীনে তেল পরিবহনের জন্য ব্যবহৃত ‘শ্যাডো ফ্লিট’ নামক জাহাজগুলোও নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে। এই জাহাজগুলো সাধারণত পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত হতো।
এদিকে, নিষেধাজ্ঞার ফলে ডিজেলের বাজারে সরবরাহ সংকট বাড়ছে। গত বৃহস্পতিবার ডিজেল পরিশোধন মুনাফা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ব্যারেলপ্রতি ২০ ডলারে দাঁড়িয়েছে।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী তেল বাজারে অস্থিরতা তৈরি করেছে, যা সরবরাহ চেইনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


