বারাক ও মিশেল ওবামার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। মিশেল ওবামা এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না, যা অনেকের চোখে তাঁদের সম্পর্কে ফাটলের ইঙ্গিত। এই অনুষ্ঠানটি সাধারণত প্রাক্তন প্রেসিডেন্ট ও তাঁদের স্ত্রীদের ঐতিহ্যবাহী উপস্থিতির মাধ্যমে স্মরণীয় হয়ে থাকে। তবে বারাক ওবামা সেখানে থাকলেও মিশেল ওবামা থাকছেন না।
বারাক ও মিশেলের দপ্তর থেকে মিশেলের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যেও মিশেল যাননি। বারাক সেখানে উপস্থিত ছিলেন এবং ট্রাম্পের সঙ্গে হাস্যোজ্জ্বল মুডে দেখা গিয়েছিল। এ ঘটনার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তুঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করছেন, বারাক ও মিশেল ওবামা বর্তমানে আলাদা থাকছেন এবং তাঁদের সম্পর্কের অবনতি হয়েছে। কেউ কেউ বলছেন, বারাক ওবামার উচিত তাঁর স্ত্রীর হতাশার দিকে আরও মনোযোগ দেওয়া। তবে মিশেলের ঘনিষ্ঠ মহলের দাবি, এসব গুঞ্জন ভিত্তিহীন। বর্তমানে তিনি হাওয়াই দ্বীপপুঞ্জে ছুটি কাটাচ্ছেন।
১৯৮৯ সালে শিকাগোর একটি আইন সংস্থায় কাজ করার সময় বারাক ও মিশেলের পরিচয় হয়। ১৯৯২ সালে তাঁরা বিয়ে করেন এবং তাঁদের দুই মেয়ে মালিয়া ও সাশা রয়েছে।
যদিও তাঁদের বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে সরাসরি কোনও মন্তব্য আসেনি, তবে মিশেলের অনুপস্থিতি নিয়ে জোরালো আলোচনা চলছে। এখন দেখার বিষয়, এই গুঞ্জনের কোন দিক সত্যি হয়।


