ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ। চলমান উত্তেজনার মধ্যেই গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহড়া চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। বিএসএফ জানিয়েছে, ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ।
বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তের ৪ হাজার ৯৬ কিলোমিটার জুড়ে সব ফিল্ড ফর্মেশনে এই মহড়া পরিচালিত হচ্ছে। এতে সীমান্ত ফাঁড়ি ও টহল দলগুলোর প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।
অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) রবি গান্ধী সম্প্রতি দক্ষিণবঙ্গ সীমান্ত পরিদর্শন করেন। তিনি কাঁটাতারের বেড়া না থাকা এলাকা এবং নদী সীমান্তে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিএসএফ-এর টহলদারদের কার্যক্রম এবং কৌশলগত অবস্থান পর্যালোচনা করা হচ্ছে।
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এই মহড়ার সময় দুই দেশের সীমান্ত এলাকায় গভীর পর্যবেক্ষণ চালানো হবে।
প্রসঙ্গত, আগামী ২৬ জানুয়ারি ভারত ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। এ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে।


