ক্রিমিয়া নিয়ে ন্যাটো জোটের সীমালঙ্ঘন তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ক্রিমিয়া নিয়ে যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সীমালংঙ্ঘন করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে।
তিনি বলেন, "আমাদের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা হচ্ছে যে, ক্রিমিয়া হচ্ছে রাশিয়ার অংশ এবং সেটি চিরজীবনের জন্য। ফলে ক্রিমিয়া নিয়ে যেকোন ধরনের বাড়াবাড়ি করার চেষ্টা আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করা হবে।"
মস্কো থেকে পরিচালিত একটি নিউজ ওয়েবসাইটকে এসব কথা বলেছেন দিমিত্রি মেদভেদেভ। তিনি আরো বলেন "এবং এই বাড়াবাড়ির কাজটি যদি ন্যাটো জোটভুক্ত কোন দেশ করে তাহলে ধরে নেয়া হবে পুরো সামরিক জোট এই সংঘাতে জড়িয়ে পড়েছে, যার অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এমনটি হলে তা হবে সারা বিশ্বের রজন্য বিপর্যয়।”
মেদভেদেভ আরো বলেন, “যদি ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটো সামরিক জোটে যোগ দেয় তাহলে রাশিয়াও তার সীমান্তে সেনা উপস্থিতি জোরদার করবে এবং পাল্টা যেকোনো পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত থাকবে। পাশাপাশি রাশিয়া ইস্কান্দার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও মোতায়েন করতে পারে।#
২০১৪ সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়ার সঙ্গে যুক্ত হয় কিন্তু ইউক্রেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে। তারা ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ বলে মনে করে। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে