ভারতের উত্তর প্রদেশে এক বিয়ের আসরে ঘটে গেল অদ্ভুত ঘটনা। বিয়ের মঞ্চেই বরকে চড় মারলেন কনে, এরপর বাতিল করলেন বিয়ে!  

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেরেলি জেলার নাউঘবা ভাগবন্তপুর গ্রামে অনুষ্ঠিত হয় এই বিয়ে। তবে অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় হাজির হন বর রবীন্দ্র কুমার (২৬)। মালাবদলের সময় নববধূর পরিবর্তে ভুল করে তিনি কনের বেস্টফ্রেন্ডের গলায় মালা পরিয়ে দেন। পরে সেই মালা খুলে এক পুরুষ বন্ধুর গলায় দেন। একপর্যায়ে বয়স্ক এক অতিথির গলায়ও মালা পরান তিনি।  

এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন কনে রাধা দেবী (২১)। তিনি সবার সামনে বরকে চড় মারেন এবং সঙ্গে সঙ্গেই বিয়ে ভেঙে দেন।  

ঘটনার পর দুই পরিবারের মধ্যে তুমুল হট্টগোল বেঁধে যায়। একপক্ষ অন্যপক্ষের দিকে চেয়ার ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ডাকা হয়। পরে কনের পরিবার থানায় অভিযোগ দায়ের করে।  

অভিযোগে বলা হয়, কনের পরিবার ইতোমধ্যে ৪ লাখ ৫০ হাজার রুপি যৌতুক দিয়েছে, কিন্তু বরের পরিবার আরও দাবি জানাচ্ছিল। এছাড়া রবীন্দ্র কুমার নিজের পেশা নিয়েও মিথ্যা তথ্য দিয়েছেন। নিজেকে কৃষক পরিচয় দিলেও তিনি মূলত ট্রাকচালক।  

পুলিশ রবীন্দ্র কুমার ও তার বন্ধুদের হেফাজতে নেয়। মেডিকেল পরীক্ষায় দেখা যায়, তার শরীরে মাদকের উপস্থিতি ছিল। তার বিরুদ্ধে যৌতুকবিরোধী আইনে মামলা হয়েছে।  

বিয়েটি পুনরায় বিবেচনার জন্য পরিবার অনুরোধ করলেও রাধা দেবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এ বিয়ে তিনি আর করবেন না।

news