যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে প্রকাশ্যে বাগ্বিতণ্ডায় জড়ানোর পর হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে চারবার ধন্যবাদ জানান।  

জেলেনস্কি তার পোস্টে লেখেন, "ধন্যবাদ যুক্তরাষ্ট্র, আপনাদের সহায়তার জন্য ধন্যবাদ। এই সফরের জন্যও ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কংগ্রেস ও আমেরিকান জনগণকে ধন্যবাদ। ইউক্রেনের ন্যায্যতা ও স্থায়ী শান্তি প্রয়োজন, আমরা ঠিক সেই লক্ষ্যেই কাজ করছি।"  

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার প্রেক্ষাপটে শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। তবে বৈঠকের একপর্যায়ে দুই নেতা তর্কে জড়িয়ে পড়েন। জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের নরম দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন। তিনি বলেন, "পুতিনের সঙ্গে কোনোভাবেই আপোস করা উচিত নয়।"  

ট্রাম্প পাল্টা বলেন, "পুতিন একটি চুক্তি করতে চান। রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে চাইলে ইউক্রেনকে কিছু ছাড় দিতে হবে।" তিনি আরও বলেন, "জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন।" উত্তপ্ত আলোচনার একপর্যায়ে ট্রাম্প জেলেনস্কিকে বলেন, "আপনি বড় সংকটে রয়েছেন। আপনি এ যুদ্ধ জিততে পারবেন না। একটি চুক্তি করুন, নইলে আমরা বেরিয়ে যাই।"  

ঘটনা এখানেই শেষ হয়নি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে 'অভদ্র' বলে অভিহিত করেন। এই উত্তপ্ত বাক্যবিনিময়ে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে যায়। হোয়াইট হাউজের সংবাদদাতারা এই বৈঠককে 'নজিরবিহীন উত্তেজনাপূর্ণ মুহূর্ত' বলে বর্ণনা করেছেন।  

বৈঠকের পর হোয়াইট হাউজ থেকে একটি যৌথ সংবাদ সম্মেলনের কথা জানানো হয়েছিল। তবে কিছুক্ষণ পরই তা বাতিল করা হয়। এরপর জেলেনস্কি ও তার দলকে হোয়াইট হাউজ থেকে বেরিয়ে যেতে দেখা যায়।  

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেন, "জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ওভাল অফিসকে অসম্মান করেছেন। যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন, সেদিন আবার ফিরে আসতে পারেন।"  

এই ঘটনা ইউক্রেন-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। জেলেনস্কির এই সফর ও বৈঠক শান্তি প্রক্রিয়ায় কী প্রভাব ফেলে, তা এখন দেখার বিষয়।

news