সৌদি আরব ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের পশ্চিম তীরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ ধরনের উস্কানিমূলক মন্তব্যকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ প্রস্তাবের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করা হয়।
বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, "ফিলিস্তিনি ভূমিতে নতুন বসতি স্থাপন বা সম্প্রসারণের যেকোনো প্রচেষ্টার আমরা কঠোর বিরোধী।" সৌদি আরব ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ও ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
ইসরায়েলি বিচারমন্ত্রী গতকাল তার বক্তব্যে দাবি করেন, "পশ্চিম তীরজুড়ে সার্বভৌমত্ব প্রয়োগের সময় এসেছে।" ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে, যাকে আন্তর্জাতিক সম্প্রদায় অবৈধ বলে মনে করে।
সৌদি প্রতিক্রিয়ায় আরও বলা হয়, এ ধরনের বিবৃতি শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করে এবং অঞ্চলে উত্তেজনা বাড়ায়। সৌদি আরব ফিলিস্তিনি জনগণের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।
এই ঘটনা ইসরায়েল-ফিলিস্তিন সংকটে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সৌদি আরবের এই কঠোর অবস্থান আঞ্চলিক শান্তি প্রক্রিয়ায় দেশটির ভূমিকা এবং ফিলিস্তিন ইস্যুতে তার ঐতিহাসিক অবস্থানকে আরও স্পষ্ট করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই প্রতিবাদ ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে আরব বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।


