আমেরিকার সঙ্গে সরাসরি সংঘাত বাধতে পারে: রাশিয়া
আন্তর্জাতিক পর্যায়ে আমেরিকার আচরণ রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতের কারণ হয়ে দাঁড়াতে পারে। আমেরিকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
রুশ দূতাবাস বলেছে, আজকাল আমেরিকা অন্য কোনো দেশকে সম্মান করে কথা বলছে না। তাদের নিরাপত্তা ও স্বার্থকে গুরুত্ব দিচ্ছে না। আমেরিকার এসব আচরণ পরমাণু সংঘাতের আশংকা বাড়িয়ে তুলছে। ইউক্রেন পরিস্থিতিতে আমেরিকার পদক্ষেপ দুই পরমাণু শক্তির মধ্যে অপ্রত্যাশিত সংঘাতের জন্ম দিতে পারে।
রুশ দূতাবাস উল্লেখ করেছে যে, ওয়াশিংটন সম্প্রতি দুটি মৌলিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। ১৯৮৭ ও ১৯৯২ সালে সই হওয়া এ দুটি চুক্তি পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


