আমেরিকার পরমাণু সমঝোতা ত্যাগ কঠিন করতে চায় ইরান: উপদেষ্টা
আমেরিকা যদি আবার কখনও পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে চায় তাহলে সে কাজটি যেন সহজ না হয় সে চেষ্টা করছে ইরান। ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অংশগ্রহণকারী ইরানি আলোচক দলের উপদেষ্টা সাইয়্যেদ মোহাম্মাদ মারান্দি এ তথ্য জানিয়েছেন।
২০১৫ সালে পাঁচ বিশ্বশক্তি ও জার্মানির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ২০১৮ সালে একতরফাভাবে বেরিয়ে যায় আমেরিকা। এজন্য মার্কিন সরকারকে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হয়নি। কিন্তু এবার ওই সমঝোতা আবার কার্যকর করার চুক্তি স্বাক্ষরের আগে ইরান এমন ব্যবস্থা রাখতে চায় যাতে আমেরিকাকে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য চড়া মূল্য পরিশোধ করতে হয়।
এ সম্পর্কে মোহাম্মাদ মারান্দি আল-জাযিরা নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সম্ভাব্য যেকোনো চুক্তিকে শক্তিশালী করার জন্যই আমেরিকাকে এটি থেকে বেরিয়ে যাওয়ার জন্য চড়া মূল্য পরিশোধের ব্যবস্থা রাখতে হবে। এটি পরমাণু সমঝোতায় স্বাক্ষর করা সব পক্ষের স্বার্থ রক্ষা করবে বলে তিনি মন্তব্য করেন। মারান্দি বলেন, চুক্তি স্বাক্ষরের পর যেসব বিদেশি কোম্পানি ইরানে আসবে সেসব কোম্পানি যাতে আমেরিকার সম্ভাব্য বেরিয়ে যাওয়ার পরও তাদের কাজ চালিয়ে যেতে পারে সে গ্যারান্টি চুক্তিতে থাকতে হবে।
ভিয়েনায় ইরান সংক্রান্ত সর্বশেষ আলোচনা গত ৪ আগস্ট শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলে। ৮ আগস্ট শেষ হওয়া আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পক্ষ থেকে একটি চূড়ান্ত চুক্তির খসড়া উত্থাপন করা হয়। ইইউর ওই খসড়া প্রস্তাবের ব্যাপারে তেহরান সোমবার রাতে তার জবাব দিয়েছে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


