ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন লিজ ট্রাস

 

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। তাকে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে মনোনীত করা হয়েছে। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে দিয়েছেন তিনি।

স্থানীয় সময় আজ সোমবার বেলা সাড়ে ১২টার পরপর লন্ডনের ওয়েস্টমিনস্টারের একটি সম্মেলন কক্ষে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনের ফল ঘোষণা করা হয়। তাতে ট্রাসের পক্ষে ৮১ হাজার ৩২৬ ভোট এবং সুনাকের পক্ষে ৬০ হাজার ৩৯৯ ভোট পড়েছে। 

আগামীকাল রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে সরকার গঠনের আমন্ত্রণ পাবেন লিজ ট্রাস। এরপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। ট্রাস এমন এক সময় দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন যখন তার দেশ জীবনযাত্রার ব্যয় সংকট, শিল্পে অস্থিরতা এবং মন্দার মুখোমুখি।

কয়েক মাসের কেলেঙ্কারির পর বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন জুলাই মাসে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হন। এরপর থেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়।

২০১৫ সালের নির্বাচনের পর থেকে কনজারভেটিভ দলের চতুর্থ প্রধানমন্ত্রী হচ্ছেন ৪৭ বছর বয়সী ট্রাস। ২০২৪ সালের জাতীয় নির্বাচনেও আবার লেবার পার্টিকে হারিয়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী হতে যাওয়া লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দল লেবার পার্টির নেতা কিয়ের স্টারমার। তবে তিনি বলেছেন, বর্তমানে দেশ পরিচালনায় লেবার পার্টি দরকার। এখন দেশের যা প্রয়োজন তা শুধু লেবার পার্টিই দিতে পারে। খরব পার্সটুডে/ এনবিএস/২০২২/একে 

news