ব্রিটিশ ইতিহাসের সবথেকে লম্বা সময় পর্যন্ত রাজ করেছিলেন Queen Elizabeth। কিন্তু ৯৬ বছর বয়সেই থামল রানির দীর্ঘ পথ চলা। আর এরপরেই রাজ পরিবারের প্রটোকল মেনে রাজা হলেন চার্লস। ৭৩ বছর বয়সে ইংল্যান্ডের রাজার চেয়ারে বসলেন তিনি। রানীর রেকর্ড-ব্রেকিং ৭০ বছরের শাসনের পর রাজপরিবারের জন্য একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

জানা যাচ্ছে, চার্লসের রাজ্যভিষেক এক নিশ্চিত তিথি, পরম্পরা মেনে হবে। শুধু তাই নয়, বিস্তৃত আচার-অনুষ্ঠান মেনে হবে। যা কিনা রাজ পরিবারের দীর্ঘদিনের রীতি নীতি মেনে হয়ে আসছে। আর সে দিকেই তাকিয়ে এখন সে দেশের জনগন।

যদিও এখন প্রশ্ন উঠছে ব্রিটিশ রাজতন্ত্রের স্বর্ণযুগ পেরিয়ে গেছে কি না! কিভাবে একটি প্রাচীন প্রতিষ্ঠান আধুনিক যুগে কার্যকর থাকতে পারে এবং চার্লস তার মায়ের ছায়ায় একই সম্মান বা শাসনের আদেশ দেবেন? এমন হাজারও প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রিন্স চার্লস এবার কিং চার্লস বলে অভিহিত হবেন। তিনি হবেন তৃতীয় কিং চার্লস। রানির মৃত্যুর পর এটাই রাজ পরিবারের প্রথম সিদ্ধান্ত। তাঁর স্ত্রীও পাবেন নতুন উপাধি। তাঁকে বলা হবে কুইন কন্সর্ট। রাজার স্ত্রীকে এই পদবী দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি। অন্যদিকে নিয়ম অনুযায়ী বড় ছেলে যুবরাজ চার্লসই হলেন ইংল্যান্ড এবং ১৫টি কমনওয়েলথ দেশের রাজা।

কিং চার্লস তাঁর বিবৃতিতে জানিয়েছেন, মায় Queen Elizabeth- এর মৃত্যু তাঁর এবং পরিবারের জন্যে শোকের বার্তা নিয়ে এসেছে। তিনি উল্লেখ করেছেন, তাঁর মায়ের মৃত্যুতে গোটা দেশের মানুষ এবং গোটা বিশ্বের বহু মানুষ শোকস্তব্ধ। সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে রাজ পরিবার রানির শোকপালন করবে বলেও বিবৃতিতে জানিয়েছেন ছেলে চার্লস।

তবে রানির প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই অর্ধনমিত করে দেওয়া সে দেশের পতাকা। অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন এখন বাকিংহোম প্যালেসের সামনে। কেউ প্রার্থনা করছেন তো কেউ আবার চোখের জলে রানিকে শেষ বিদায় জানাচ্ছেন।

উল্লেখ্য, Scotland-এর Balmoral Castle-এ প্রয়াত হন রানি Queen Elizabeth। শেষবেলায় রানি Queen Elizabeth-এর পাশে বড় ছেলে প্রিন্স চার্লস সহ গোটা পরিবার উপস্থিত ছিল বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন অন্তরালে ছিলেন রানি।

সম্প্রতি তাঁর একটি ছবি সামনে আসে। যেখানে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী Liz Truss-ও ছিলেন। রীতি মেনেই প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব বুঝে নেওয়ার আগে রানির সঙ্গে দেখা করেছিলেন Liz Truss। ইতিমধ্যে তিনিও শোক প্রকাশ করেছেন রানির মৃত্যুতে।

news