ডার্লিং মা’কে ধন্যবাদ’, মায়ের দেখানো পথে জনগণের সেবা করার শপথ নিলেন রাজা চার্লস

৭৩ বছর বয়সে যুবরাজ থেকে রাজা হলেন। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে রাজার মুকুট এখন চার্লসেরই (King Charles) মাথায়। জাতির উদ্দেশে ভাষণ দিতে উঠে, কিং চার্লস বললেন, “আমার ডার্লিং মা’কে অনেক ধন্যবাদ। মা ছিল আমার অনুপ্রেরণা। আমার পরিবারের কাছে মায়ের দেখানো পথই আদর্শ। সেই পথেই জন সাধারণের জন্য কাজ করে জীবন উৎসর্গ করব।”
রানির প্রয়াণের পরে নিয়ম অনুযায়ী, যুবরাজ চার্লসই (King Charles) হবেন ইংল্যান্ড-সহ ১৫টি কমনওয়েলথ দেশের রাজা। ‘কুইন কনসর্ট’ হলেন তাঁর স্ত্রী ক্যামিলা। ৩ বছর বয়সি চার্লস ১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হন। তাঁর উপাধি ‘প্রিন্স অব ওয়ালেশ’ এখন পাবেন তাঁর বড় ছেলে উইলিয়াম। এতদিন রানি দ্বিতীয় এলিজাবেথ যা যা সুবিধা পেতেন, তার সবটাই পাবেন চার্লস (King Charles)। তাঁকে আর কর দিতে হবে না, লাইসেন্স ছাড়াই গাড়ি চালাতে পারবেন, বিদেশভ্রমণে লাগবে না কোনও পাসপোর্ট।
মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চার্লসকে অনুষ্ঠানিক ভাবে রাজা ঘোষণা করা হয়। লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে একটি অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে রাজা ঘোষণা করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিভি কাউন্সিলের সদস্যরা, সরকারি আধিকারিকরা, কমনওয়েলথের হাই কমিশনাররা এবং লন্ডনের মেয়র।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news