পাকিস্তানে বিদ্যুতের ঘাটতিতে সর্বোচ্চ ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং 

পাকিস্তানে বর্তমানে বিদ্যুতের মোট ঘাটতি দাঁড়িয়েছে ৭ হাজার ৪৬৮ মেগাওয়াটে। ফলে দেশব্যাপী দিনে সর্বোচ্চ ১০ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের ঘটনা ঘটছে এবং মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জিও নিউজ

পাকিস্তানের জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শহর এলাকায় দিনে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। পাশাপাশি গ্রামের দিকে ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। ফলে দেশজুড়ে অন্ধকার নেমে এসেছে।

জানা যায়, দেশটিতে বর্তমানে মোট ১৮ হাজার ৩১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। কিন্তু চাহিদা রয়েছে ২৫ হাজার পাঁচশ মেগাওয়াটের। তীব্র জ্বালানি সংকট ও কারিগরি কারণে এমন অবস্থা তৈরি হয়েছে। 

 

news