উত্তর কোরিয়ায় পারমাণবিক অস্ত্র কর্মসূচির গতি আরও বাড়ানোর প্রতিশ্রুতি কিম জং উনের
সোমবার রাতে সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী পিয়ংইয়ংয়ের এক স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে এই ঘোষণা দেন কোরিয়ার শীর্ষ নেতা কিম। বিবিসি
প্রধান অতিথির ভাষণে কিম বলেন, ‘বিশ্বের নিষ্ঠুর দেশগুলো থেকে নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের পারমাণবিক সক্ষমতা প্রয়োজন।’
এবছর কুচকাওয়াজে মূলত প্রদর্শিত হয়েছে নিকট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সম্প্রতি তৈরি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম। হোয়াসং-১৭ নামের এই আইসিবিএম উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের যে কোনো লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।


