রুশ জ্বালানির ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ইইউ ঐক্যবদ্ধ নয়: জোসেপ বোরেল
রাশিয়ার ওপর জ্বালানি নিষেধাজ্ঞার বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র সদস্য দেশগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারে নি। এ তথ্য জানিয়েছেন ইইউ'র পররাষ্ট্র নীতি বিষয়ক কর্মকর্তা জোসেপ বোরেল।
জার্মান সংবাদপত্র ডাই ওয়েল্ট-এর সঙ্গে আলাপকালে তিনি আরও বলেছেন, রাশিয়ার তেল ও গ্যাস আমদানির ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা বা শাস্তিমূলক শুল্ক আরোপের বিষয়ে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে না।
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপের কোনো কোনো দেশ রুশ তেল ও গ্যাস আমদানি বন্ধের দাবি তুলেছে। কিন্তু অনেক দেশই বলছে, রাশিয়ার জ্বালানি আমদানি বন্ধ করলে এই ঘাটতি পূরণ করা সম্ভব নয়।
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট জানিয়েছে, ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়নের মোট তেল আমদানির এক চতুর্থাংশেরও বেশি এসেছিল রাশিয়া থেকে।
জোসেফ বোরেল বলেছেন, তেল-গ্যাসের ওপর নিষেধাজ্ঞার চূড়ান্ত প্রস্তাবনা এখনও টেবিলে নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের সব দেশই রাশিয়ার তেল-গ্যাসের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে।