সৌদি আরব সার্বভৌমত্ব লঙ্ঘন অব্যাহত রাখলে যুদ্ধের জন্য প্রস্তুত ইয়েমেন’

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সরকার ঘোষণা করেছে যে, যদি সৌদি আরব ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন অব্যাহত রাখে তাহলে তারা নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ গত রোববার শেষ হওয়ার পর যখন নতুন করে যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে তখন সানার পক্ষ থেকে এই বক্তব্য এল।

গত সাত বছরের বেশি সময় ধরে ইয়েমেন সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনের শিকার এবং সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের অবরোধের কারণে ইয়েমেনের জনগণ খাদ্য, জ্বালানি এবং ওষুধপত্রসহ অপরিহার্য পণ্য থেকে চরমভাবে বঞ্চিত রয়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় গত চার মাস যুদ্ধবিরতি চললেও সৌদি আরবের অসহযোগিতার কারণে যুদ্ধবিরতির তেমন কোন সুযোগ নিতে পারে নি ইয়েমেন।

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর ইয়েমেনের জনগণ আশঙ্কা করছেন যে, নতুন করে সৌদি আরবের বিমান হামলা শুরু হতে পারে। এই প্রেক্ষাপটে হুথি আনসারুল্লাহ আন্দোলনের একজন মুখপাত্র বলেছেন, সৌদি অবরোধ ভাঙতে এবং দেশের ভেতরে সমস্ত বিদেশী সেনা উপস্থিতির অবসান ঘটাতে আনসারুল্লাহ যোদ্ধারা প্রস্তুত রয়েছে।

এদিকে, ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বিদেশি কোম্পানিগুলোকে সতর্কবার্তা দিয়েছে। বার্তায় বলা হয়েছে, রিয়াদ এবং আবুধাবি যদি নতুন করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় তাহলে দুই দেশের স্থাপনাগুলো হামলার শিকার হবে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, শিগগিরই যদি তার দেশের ওপর থেকে সৌদি নেতৃত্বাধীন অবরোধ প্রত্যাহার করা না হয় তাহলে ইয়েমেনের সামরিক বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

ইয়েমেনের রাজনৈতিক বিশ্লেষক সামির আল-মাসানি মনে করেন, তেলসমৃদ্ধ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের হৃদপিণ্ড হচ্ছে তেল স্থাপনাগুলো এবং একমাত্র সেখানেই আঘাত করলে যুদ্ধের অবসান হবে।
।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news