জুকারবার্গ দোকান খুলছেন, কী থাকবে সেখানে
 ফেসবুক তথা মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) নতুন দোকান খুলতে চলেছেন। অনলাইন মার্কেটিং নয়, পণ্যের সম্ভার সাজিয়ে আস্ত একটা রিটেল স্টোর (Meta Store) খুলতে চলেছেন তিনি। তারই তোড়জোড় চলছে সুদূর ক্যালিফোর্ণিয়ায়।

কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপজুড়ে এত বড় সাম্রাজ্য যাঁর, তিনি রিটেল স্টোর (Meta Store) কেন খুলছেন? কী থাকবে সেই দোকানে?
মূলত বিভিন্ন ভিডিও চ্যাট ডিভাই, ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট, স্মার্ট গ্লাস ইত্যাদি বিক্রি করা হবে এই দোকানে। ইতিমধ্যে এই প্রোডাক্টগুলি অনলাইনে বিক্রি শুরু হয়েছে। তবে শুধুমাত্র এই অনলাইন মার্কেটিংয়েই থেমে থাকতে চান না মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)।

ক্যালিফোর্ণিয়ার বার্লিংগেমে মেটার যে ক্যাম্পাস রয়েছে সেখানেই ১৫৫০ স্কোয়ার ফুট এলাকা জুড়ে এই রিটেল স্টোর খোলা হবে। আগামী ৯ মে তার উদ্বোধন।
এই স্টোরের কর্মচারীরা মূলত ভার্চুয়াল দুনিয়ায় ফোকাস করছেন। মানুষ এখানে এসে কাজ করতে, খেলা করতে যেমন পারবেন তেমনই পাঁচজনের সঙ্গে মিলেমিশে যোগাযোগ স্থাপনও করতে পারবেন। মেটার এই স্টোর আগামী দিনে অ্যাপল কিংবা গুগলের মতো কোম্পানিগুলির সঙ্গেও পাল্লা দেবে বলে মনে করা হচ্ছে। এই সংস্থাগুলিরও ফিজিক্যাল স্টোর রয়েছে।
ভার্চুয়াল হেডসেট কিংবা স্মার্ট গ্লাসের মতো প্রোডাক্টগুলি এখনও জনগণের মধ্যে ব্যাপক প্রচার পায়নি। এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করে মেটাভার্স তথা ভার্চুয়াল দুনিয়ায় বিচরণ করা যায়। মেটার বক্তব্য, এই ধরনের প্রোডাক্ট মানুষ যত বেশি করে ব্যবহার করবে তত তারা মেটাভার্সের উপযোগিতা উপলব্ধি করতে পারবে। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমেই আসবে তার স্বীকৃতি। মেটার তরফে এও বলা হয়েছে, আমরা আমাদের কাজটা যদি ঠিকমতো করতে পারি, তবেই যাঁরা এখানে আসবেন তাঁরা ফিরে গিয়ে বন্ধু ও পরিচিতদের বলতে পারবেন মেটা স্টোর থেকে ঘুরে আসার কথা।

মেটা স্টোরে যে স্মার্ট গ্লাস পাওয়া যাবে তা দিয়ে ছবি তোলা ও ৩০ সেকেন্ডের ভিডিও করা যায়। এছাড়া ‘পোর্টাল’ নামের ফেসবুকের একগুচ্ছ ভিডিও চ্যাট ডিভাইস যা করোনা অতিমহামারী চলাকালীন জনপ্রিয়তা পেয়েছিল, সেগুলিও পাওয়া যাবে এই স্টোরে। কোম্পানির নতুন ভার্চুয়াল হেডসেট ‘কোয়েস্ট ২’ মিলবে মেটা স্টোরে। এই ডিভাইসে একাধিক আকর্ষণীয় গেম খেলা যাবে। ভার্চুয়াল এই রিয়েলিটিতে আপনি কী দেখছেন তাও একটি বড় এলইডি স্ক্রিনে দেখা যাবে।
সোম থেকে শুক্র সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই মেটা স্টোর খোলা থাকবে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news