সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ সেনাসহ নিহত ৯
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ১২টা ৪১ মিনিটের সময় ইসরায়েলের উত্তর-পূর্বাঞ্চলীয় তাইবেরিয়াস শহরের আকাশ থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইসরায়ালি বিমান বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সিরিয়ার সেনারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। আল-জাজিরা, পার্সটুডে
সামরিক সূত্র জানিয়েছে, ইসরায়লি হামলায় আরো তিনজন আহত হয়। এছাড়া, হামলায় কিছু বস্তুগত ক্ষয়ক্ষতিও হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী হামলার বিষয়ে মন্তব্য করেনি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার সিরিয়ার সীমান্তের পাশে একটি ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত হওয়ার পরে এই হামলাগুলো হয়েছিল বলে মনে হচ্ছে।
এদিকে ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা দামেস্কের বেশ কয়েকটি শহরে ইরান-সমর্থিত গোষ্ঠীর ব্যবহৃত অস্ত্র ডিপোতে আঘাত করেছে।