গ্যাসের মূল্য রুবলে পরিশোধ না করায় পোল্যান্ড-বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া
রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বুধবার সকালে এক বিবৃতি জানায়, রাশিয়ান মুদ্রায় মূল্য পরিশোধ করার আগ পর্যন্ত এই দুই দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিবিসি
গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বন্ধুত্বহীন দেশগুলিকে রুবলে গ্যাসের মূল্য প্রদানের নির্দেশ দিয়েছেন।
রাশিয়ান পার্লামেন্টের স্পিকার ব্যাচেস্লাভ ভোলোডিন বলেন, গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস বন্ধ করার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য বন্ধুহীন দেশগুলোও যদি রুবলে মূল্য পরিশোধ না করে তাহলে তাদেরও গ্যাস বন্ধ করে দেওয়া উচিত হবে।
পোল্যান্ডের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মার্সিন প্রজডাকজ বলেন, রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের গ্যাস ছাড়াই আমরা চলতে পারবো। এমন পরিস্থিতি আসতে পারে এই জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশ থেকে আমরা বিকল্প ব্যবস্থা করে রেখেছি।
পোল্যান্ডের গ্যাসকোম্পানি পিজিনিগ গ্যাসের জন্য অনেকাংশে গ্যাজপ্রমের ওপর নির্ভরশীল ছিলো। চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটি রাশিয়া থেকে তাদের মোট গ্যাসের ৫৩ শতাংশ আমদানি করেছে।
বুলগেরিয়ার চাহিদার ৯০ শতাংশেরও বেশি গ্যাস পূরণ হয় রাশিয়ার গ্যাস থেকে। রাশিয়ার গ্যাস বন্ধের সিদ্ধান্তের পর দেশটি জানায়, তারা বিকল্প উৎস খুঁজে বের করছে।
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর অনেক দেশই রাশিয়া থেকে তেল ও গ্যাস না কেনার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে।