করোনা আক্রান্ত হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল (মঙ্গলবার) হোয়াইট হাউস এক বিবৃতিতে একথা জানিয়েছে। এতে বলা হয়, গতকালই তার কোভিডের পিসিআর টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।

চিকিৎসকরা জানিয়েছেন, কামালার দেহে এখনো গুরুতর কোনো উপসর্গ নেই। সুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি নিজের বাসভবনে আইসোলেশনে থাকবেন। তবে সেখান থেকেই সমস্ত সরকারি দয়িত্ব পালন করবেন তিনি।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ছুটি কাটিয়ে সোমবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে ফিরেছিলেন তিনি। এই কদিনে ভ্রমণের সময় তিনি বাইডেন কিংবা ফার্স্ট লেডি জিল বাইডেনের সংস্পর্শে আসেন নি। গত মার্চ মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন কামালা হ্যারিসের স্বামী ডগ এমহফ। তখন নেগেটিভ ছিলেন ৫৭ বছর বয়সী হ্যারিস।

এর আগে করোনা আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা। গত মার্চ মাসে আক্রান্ত হন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। এর আগে আক্রান্ত হন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কোভিড আক্রান্ত হয়েছিলেন।খবর পার্সটুডের /এনবিএস/২০২২/একে

news