প্রতিবেদন প্রত্যাখ্যান সংশ্লিষ্ট দেশগুলোর

 গত ২৫ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মার্কিন কমিশন বলেছে, অনেক দিন ধরে দক্ষিণ এশিয়াজুড়ে ধর্মীয় স্বাধীনতার অবনতি ঘটছে। বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল ও মালদ্বীপে ধর্মীয় স্বাধীনতা অবনতির দিকে। আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বিশেষ উদ্বেগজনক অবস্থানে রয়েছে। আল জাজিরা

 এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর কাছ থেকে মার্কিন প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশে ধর্ম নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের এখানে ধর্মীয় সৌহার্দ্যতা বিরাজবাদ। যদি বাংলাদেশে কোনো সমস্যা হয় তবে সরকার অতিসত্বর পদক্ষেপ নেবে। এই সময় তিনি সম্প্রতি বিশ্বের বেশ কয়েকটি দেশে হওয়া ধর্মীয় অনুভূতি বিরোধী ঘটনার উদাহরণ টেনে বলেন, কেন আপনার দেশে এগুলো হচ্ছে? ধর্মের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে?’ ইউএনবি

বেশ কয়েকটি ভারতীয়-আমেরিকান গোষ্ঠী মার্কিন কমিশনের প্রতিবেদনে হতাশা প্রকাশ করে অভিযোগ করেছে, এটি ভারতের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট। দ্য হিন্দু

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েংবিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘তিব্বত ইস্যু বা চীনের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপের আমরা দৃঢ় বিরোধীতা করি। মার্কিন কর্তৃপক্ষের উচিত চীনকে আক্রমণ ও অসম্মান করার রাজনৈতিক কারসাজি বাদ দেয়া।

news