দ্বন্দ্ব নিরসনে শক্তি ব্যবহার না করতে সম্মত আজারবাইন-আর্মেনিয়া
নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে কোন রকমের শক্তির ব্যবহার না করতে সম্মত হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। কৃষ্ণসাগর উপকূলীয় সোচি শহরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে দুই পক্ষ এই সিদ্ধান্ত নেয়।
গতকাল (সোমবার) প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।
বৈঠকের পর একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয় এবং ওই বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার রিয়া নিউজ বলেছে, "আমরা শক্তির ব্যবহার করতে বা হুমকি দেয়া থেকে বিরত থাকার ব্যাপারে একমত হয়েছি। সম্পূর্ণভাবে পারস্পরিক সার্বভৌমত্বের মর্যাদা রক্ষা করেই আলোচনার ভিত্তিতে যেকোন সমস্যার সমাধান করা হবে।”
বিতর্কিত নাগার্নো-কারাবাখ ভূখণ্ড নিয়ে যখন আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে প্রায়ই প্রাণঘাতী সংঘর্ষ হচ্ছে তখন রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এই সমঝোতা হলো।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে