খেরাসনে বিস্ফোরণ, কিয়েভে জাতিসংঘ মহাসচিব

 রাশিয়া অধিকৃত খেরাসনের কেন্দ্রস্থলে তিনটি ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। রিয়া বার্তা সংস্থা বলেছে, এর দুটি আকাশেই ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। রয়টার্স

 রিয়ার রিপোর্টার বলেছেন, একটি বোমা বিস্ফোরিত হয়েছে টেলিভিশন সেন্টারের কাছাকাছি। খেরাসনে রাশিয়ার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা বলেছেন, ১ মে থেকে সেখানে রুবলে লেনদেন শুরু হবে। 

অন্যদিকে দি ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পর জাতিসংঘ মহাসচিব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য বৃহস্পতিবার কিয়েভ পৌঁচেছেন। 

মহাসচিব মস্কো থেকে চলে যান পোল্যান্ড। সেখান থেকে ট্রেনে তিনি কিয়েভ আসেন। 

এছাড়াও মহাসচিব বৈঠক করবেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ডিমট্রো কুলেবার সঙ্গে। তারা রাজধানীর বাইরের একটি স্থানও পরিদর্শন করবেন। তবে স্থানটির নাম গোপন রাখা হয়েছে। 

news