বিশ্বে তৃতীয় সর্বোচ্চ সামরিক ব্যয় করছে ভারত, ৫০ শতাংশ প্রতিরক্ষা রফতানি যাচ্ছে মিয়ানমারে

সিপরি’র হিসেবে গত বছর ভারতের প্রতিরক্ষা ব্যয় তার আগের বছরের তুলনায় শূণ্য দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৬.৬ বিলিয়ন ডলারে। যুক্তরাষ্ট্র ও চীনের পর ভারত সামরিক খরচে তৃতীয় এবং দেশটির পর এধরনের ব্যয় করছে ব্রিটেন ও রাশিয়া। দি প্রিন্ট

২০১৭ সাল থেকে ২০২১ সালে ভারত তার সামরিক রফতানির ৫০ শতাংশ করেছে মিয়ানমার ও ২৫ শতাংশ শ্রীলংকায় ও ১১ শতাংশ আর্মেনিয়ায়।

তবে প্রতিরক্ষা বরাদ্দের উল্লেখযোগ্য ব্যয় হয় পেনশন ও বেতনে। অস্ত্র আমদানি হ্রাস পেলেও ভারত বিশ্বে এক্ষেত্রে রয়েছে তৃতীয় অবস্থানে।  

 লোকসভায় গত মাসে দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট বলেন, অস্ত্র রফতানি আয় ২০১৪ সালের তুলনায় ৬ গুণ বৃদ্ধি পেয়ে ১১ হাজার ৬০৭ কোটি রুপিতে পৌঁছেছে। সামরিক বাজেটের ৬৪ শতাংশ ব্যয় হচ্ছে অস্ত্র উৎপাদনে। কিছুদিন আগে ফিলিপাইনে ভারত ব্রহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র রপ্তানি চুক্তি করেছে যা থেকে আয় হবে ২,৮৭২ কোটি রুপি। 

news