ইউরোপীয় ইউনিয়নের অভিযোগের জবাবে যা বলল রাশিয়া
পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়ে রাশিয়া ইউরোপকে ব্ল্যাকমেইল করছে বলে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুল ভন ডার লিয়েন যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছে ক্রেমলিন। বুধবার এ অভিযোগের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউরোপীয় দেশগুলোর নিজেদের কার্যকলাপের কারণেই রুবলে গ্যাসের দাম পরিশোধ করার সিস্টেম চালু করা হয়েছে।
গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেএক ডিক্রি জারির মাধ্যমে ঘোষণা করেছিলেন যে, অবন্ধুসুলভ দেশগুলোকে রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে হবে।
দিমিত্রি পেসকভ বলেন, “এটি ব্ল্যাকমেইল নয়, রাশিয়া বিশ্বস্ত সরবরাহকারী দেশই রয়েছে। নিজের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। রুবলে গ্যাসের দাম পরিশোধ করার বিষয়টি এসেছে তাদের নজিরবিহীন শত্রুতামূলক তৎপরতার কারণে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের দীর্ঘ সময় আগেই গ্যাস ক্রেতা দেশগুলোকে তা জানিয়ে দেয়া হয়েছিল।
গতকাল ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ইউরোপকে ব্ল্যাকমেইল করার জন্য গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে মস্কো যা অন্যায় এবং অগ্রহণযোগ্য। তিনি আরো বলেন, মস্কোর এই পদক্ষেপের মধ্যদিয়ে একথা প্রমাণ করে দিল যে, রাশিয়া মোটেই নির্ভরযোগ্য সরবরাহকারী নয়। খবর পার্সটুডের /এনবিএস/২০২২/একে