শরীরে পর্যাপ্ত জল যাচ্ছে তো? এবার থেকে বোতলই আপনাকে জানান দেবে

 তাপপ্রবাহে জেরে একটুতেই কাহিল হয়ে পড়ছেন মানুষ। ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে জল। চিকিৎসকদের পরামর্শ, তেষ্টা না পেলেও নির্দিষ্ট সময় অন্তর জল পান করুন। কিন্তু অনেক সময়েই জল পান করার কথা মাথায় থাকে না। পিপাসা পেলে তবেই খেয়াল হয়। তাতে শরীর খারাপের সম্ভাবনা থেকে যায়। তবে যদি আপনার জলের বোতলই (Apple Smart Bottle) যদি আপনাকে জল খাওয়ার কথা মনে করিয়ে দেয় তাহলে কেমন হয়?
শুনতে অবাক লাগলেও এমনই অভিনব বোতল নিয়ে এল অ্যাপল (Apple Smart Bottle)। সম্প্রতি অ্যাপল নতুন এই স্মার্ট জলের বোতল লঞ্চ করেছে। এই বোতল আপনাকে সবসময় ট্র্যাক করবে। আপনি কতটা জল খেলেন তার জানান দেবে। এমনকি জল খাওয়ার কথা আপনাকে মনে করিয়ে দেবে।

বিশ্ব বাজারে অ্যাপল এমনই দুটি বোতল এনেছে। এক, হাইড্রারেটস্পার্ক পিআরও, দুই হাইড্রারেটস্পার্ক স্টিল পিআরও! ব্লু টুথের মাধ্যমে আপনার ফোনের সঙ্গে যোগ থাকবে এই বোতলটি। ফোনের মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার শরীরের জলের চাহিদা।
দু’ধরণের এই স্মার্ট বোতলের দাম শুরু সাড়ে চার হাজার থেকে। হাইড্রারেটস্পার্ক পিআরও ভারতীয় বাজার মুল্য ৪ হাজার ৫৯৬ টাকায়। আর হাইড্রারেটস্পার্ক স্টিল পিআরও মিলবে ৬ হাজার ১২৯ টাকায়। দুটি রঙের পাওয়া যাবে। সবুজ ও কালো। তবে এই বোতলগুলো এখনই ভারতের বাজারে মিলবে না। তার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েকদিন।
বোতলে ক্ষুদ্র ছিদ্রও লক্ষ্য করা যাবে না। একটি এলইডি স্মার্ট সেন্সর দিয়ে আবিষ্ট থাকবে। যা আপনার প্রতিদিনের জল খাওয়া ট্র্যাক করবে। সেই তথ্য আপনি অ্যাপল ওয়াচ, ফোন বা আইপডের মাধ্যমে জানতে পারবেন। এই বোতলে জল ২৪ ঘণ্টা পর্যন্ত ঠান্ডা থাকবে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news