২০১৫ সালের পর লোকসান দেখলো অ্যামাজন, কাজের গতি বাড়াতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি
ই-কমার্স জায়ান্ট অ্যামাজন বৃহস্পতিবার জানায়, ২০১৫ সালের পর প্রথম বারের মতো গত তিন মাসে ৩ শতাংশ বিক্রি কমেছে। এতে সামগ্রিকভাবে অ্যামাজনের ক্ষতি হয়েছে ৩.৮ বিলিয়ন ডলার। বিবিসি
অ্যামাজনের প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি বলেন, মহামারি কাটিয়ে উঠার পর ইউক্রেন যুদ্ধ আমাদের বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এ যুদ্ধের ফলে বিশ্বের বিভিন্ন দেশে মুদ্রস্ফীতি দেখা দিয়েছে। সেই সঙ্গে আমাদের সরবরাহ চেইনেও চাপ তৈরি করেছে। আমরা আগের চেয়ে অনেক বেশি খরচের মুখোমুখি হচ্ছি।
অ্যামাজন ওয়েব সার্ভিসের সামগ্রিক বিক্রয় বেড়েছে ৭ শতাংশ। এতে কোম্পানিটির আয় হয়েছে প্রায় ১১৬.৪ বিলিয়ন ডলার। এ ক্ষেত্রে বিক্রি বৃদ্ধি পেলেও আন্তর্জাতিক ব্যবসায় বিক্রি কমছে প্রায় ৬ শতাংশ। কোম্পানিটির নির্বাহী বলেন, কিছু কিছু ক্ষেত্রে আয় বাড়লেও শুধু মুদ্রস্ফীতির কারণেই দুই বিলিয়নের বেশি ডলার আমাদের খরচ করতে হয়েছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে বিক্রিও কমছে।
অ্যামাজন আরো জানায়, জ্বালানীর দাম বাড়ায় খুচরা ক্রেতাদের পণ্য ডেলিভারির খরচও আগের চেয়ে অনেক বেড়েছে। তাছাড়াও কাজে গতি ফিরিয়ে আনতে শ্রমিকদের মজুরি আগের চেয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে।
গত সপ্তাহে নেটফ্লিক্স জানায়, ক্রমবার্ধমান ব্যয়ের কারণে অনেক গ্রাহক চলে গেছে। এজন্য কোম্পানিটির লোকসানও হয়েছে। তবে ভিন্ন অবস্থায় আছে মেটা। গত বুধবার মেটা জানায়, অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ব্যবসায়ীরা ফেসবুকে আগের চেয়ে বেশি বিজ্ঞাপন দিয়েছে। তাই আগে চেয়ে প্রবৃদ্ধি বেড়েছে।