সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা; সংলাপ চালাতে আগ্রহী রিয়াদ

ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সৌদি আরব প্রস্তুত রয়েছে। এ তথ্য জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

তিনি আজ (বুধবার) আরবিতে লেখা এক টুইটার বার্তায় বলেছেন, "ইরাকের প্রতি জোরালো সমর্থন দিতে জর্ডানে অনুষ্ঠিত বাগদাদ-২ সম্মেলনে অংশ নিয়েছি। সম্মেলনের অবকাশে ওমান, কাতার, ইরাক, কুয়েত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। সৌদি আরবের মন্ত্রী জানিয়েছেন তারা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত আছে।"

এর আগে আম্মানের উদ্দেশ্যে তেহরান ত্যাগের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তেহরান প্রস্তুত রয়েছে। সৌদি ‌আরব এ বিষয়ে প্রস্তুত থাকলে এটা সম্ভব।

ইরাকের মধ্যস্থতায় এর আগে ইরান ও সৌদি আরবের মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে।

২০১৬ সাল থাকে দুই দেশের মধ্যে সম্পর্ক ছিন্ন রয়েছে।#
খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে
 

news