মোটা’ তরুণীকে বিমানে উঠতে দিল না কাতার এয়ারওয়েজ! আদালতের নির্দেশে যা হল…


 লেবাননের বেইরুট থেকে ব্রাজিলে নিজের বাড়িতে ফেরার কথা ছিল প্লাস সাইজ মডেলের (plus size model)। কিন্তু চেহারা অতিরিক্ত ‘বড়’ হওয়ার কারণে নাকি বিমান সংস্থা তাঁকে প্লেনে উঠতে দেয়নি। সেই ঘটনাতেই এবার কাতার এয়ারওয়েজকে (Qatar Airways) অদ্ভুত শাস্তি দিল আদালত। বিচারপতি জানিয়েছেন, ওই মডেলের সাইকোথেরাপির জন্য ১ বছর ধরে টাকা দিতে হবে কাতার এয়ারওয়েজকে।
ব্রাজিলের সাও পাওলোর বাসিন্দা জুলিয়ানা নেহমে লেবাননের বেইরুট থেকে দোহায় আসবেন বলে কাতার এয়ারওয়েজের বিমানের ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিলেন। দোহা থেকে সাও পাওলো আসার কথা ছিল তাঁর। কিন্তু ২২ নভেম্বর বেইরুট থেকে বিমানে ওঠার সময় তাকে বাধা দেয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ৩৮ বছর বয়সি মডেলকে বলা হয়, তাঁর চেহারা ইকনোমিক ক্লাসে ভ্রমণ করার জন্য অতিরিক্ত বড়। তাই ১ হাজার ডলার দিয়ে টিকিট কেটে রাখা সত্ত্বেও তাঁকে কিছুতেই বিমানে উঠতে দেয়নি সংস্থাটি। তাঁকে ৩ হাজার ডলার দিয়ে বিজনেস ক্লাসের টিকেট কাটতে বলা হয়।

স্বভাবতই সেই পরামর্শে রাজি হননি অপমানিত জুলিয়ানা। বিমান সংস্থার এই কীর্তিতে তাঁর ঠিক সময়ে দেশে ফেরাই হয়নি। তবে এই ঘটনা পুরোটাই ভিডিও রেকর্ড করে রেখেছিলেন জুলিয়ানা। পরে দেশে ফিরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তা আপলোড করে দেন তিনি। সেটি অল্প সময়েই ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে জুলিয়ানা জানিয়েছেন, এই ঘটনার পর তাঁকে ইকোনমি ক্লাসের জন্য কাটা টিকিটের অর্থও ফেরত দেয়নি কাতার এয়ারওয়েজ। ‘কাতার এয়ারওয়েজ-এর মতো সংস্থা যাত্রীদের সঙ্গে এই ধরনের বৈষম্যমূলক আচরণ বরদাস্ত করছে, এটা অত্যন্ত লজ্জাজনক! আমি মোটা ঠিকই, কিন্তু আমি তো বাকিদেরই মতো,’ লেখেন ক্ষুব্ধ মডেল।

সূত্রের খবর, সাও পাওলোর একটি আদালত এই ঘটনায় কাতার এয়ারওয়েজকে জুলিয়ানার চিকিৎসার খরচ দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, প্লাস সাইজ মডেলের সাইকোথেরাপির জন্য ১ বছর ধরে সেশন-পিছু ৭৮ ডলার করে দিতে হবে কাতার এয়ারওয়েজকে। ফলে, এক বছরে মোট ৩৭১৮ ডলার ক্ষতিপূরণ দিতে হবে বিমান সংস্থাটিকে। 

যদিও তাদের বিরুদ্ধে ওঠাও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে কাতার এয়ারওয়েজ। সংস্থাটির দাবি, জুলিয়ানার এক সঙ্গী কোভিড বিধি ঠিক মতো মানছিলেন না। সে কথা তাঁকে বলতেই জুলিয়ানা বিমান সংস্থার কর্মীদের সঙ্গে অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে এবং খারাপভাবে কথা বলেছেন বলে জানিয়েছে তারা। সেই কারণেই তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি, দাবি সংস্থাটির।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news