ইসলামাবাদে থাকা দেশের নাগরিকদের জন্য সতর্কবার্তা, ব্রিটেন-আমেরিকা-অস্ট্রেলিয়ার পর এবার সৌদি
পাকিস্তানে থাকা নিজেদের দেশের নাগরিকদের এবার সতর্ক করল সৌদি আরব (Saudi Arabia)। এর আগে এই একই পথে হেঁটে ব্রিটেন, আমেরিকা ও অস্ট্রেলিয়াও সতর্কবার্তা জারি করেছিল। সোমবার সৌদির তরফ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে (Islamabad) সৌদির নাগরিকদের জন্য সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে।’
সৌদির তরফ থেকে আরও বলা হয়েছে, এইসময় ইসলামাবাদে যেসব সৌদির নাগরিক রয়েছে, তাঁদের সকলকে সতর্ক করা হচ্ছে, যেন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হন।’ শুধু তাই নয়, জরুরি প্রয়োজনে যোগাযোগ করার জন্য তিনটি ফোন নম্বরও দেওয়া হয়েছে।
ইসলামাবাদে যে সৌদির দূতাবাস রয়েছে এবং করাচির কনস্যুলেট জেনারেলের সঙ্গেও যোগাযোগ করার কথা বলা হচ্ছে। সৌদির যেসব নাগরিকরা ভ্রমণ বা কাজের সূত্রে ইসলামাবাদে রয়েছ তাঁদের জন্যই এই কড়া সতর্কতাবার্তা দেওয়া হয়েছে।
সম্প্রতি ব্রিটেন, আমেরিকা ও অস্ট্রেলিয়ার তরফ থেকেও একইভাবে নিজেদের দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছিল। আমেরিকার তরফ থেকে বিশেষ করে ইসলামাবাদের ম্যারিয়ট হোটেলে যেতে বারণ করা হয়েছে তাদের দেশের নাগরিকদের। আমেরিকার বক্তব্য, ওই হোটেলেই মার্কিন নাগরিকদের ওপর হামলার ছক হয়েছে।
প্রসঙ্গত, বছর শেষে ইসলামাবাদে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। দিন কয়েক আগেই এই ইসলামাবাদে একটি আত্মঘাতী গাড়ি বিস্ফোরণ হয়েছিল, তাতে পুলিশকর্মী সহ ছ’জনের মৃত্যু হয়েছিল। তারপর থেকেই বিভিন্ন দেশ একে একে সতর্কতা জারি করতে শুরু করেছে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে