টুইটার থেকে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করতে পারেন মাস্ক, সিইও-র বিরুদ্ধে বিক্ষোভ
‘টুইটারের (Twitter) নতুন মালিক ইলোন মাস্ক বহু সংখ্যক কর্মীকে ছাঁটাই করবেন বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে ম্যানেজারদের ভূমিকা কী হবে’? শুক্রবার সংস্থার সিইও পরাগ আগরওয়ালের উদ্দেশে এমনই প্রশ্ন ছুড়ে দিলেন (Twitter) বিক্ষুব্ধ কর্মীরা। সম্প্রতি ৪৪০০ কোটি ডলার বা প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকা দিয়ে টুইটার (Twitter) কিনে নিয়েছেন মাস্ক। এরপরে শুক্রবার সংস্থার কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন এক্সিকিউটিভরা। তাঁরা কর্মীদের আশ্বাস দিয়ে বলেন, মাস্ক (Twitter) কর্মী ছাঁটাই করবেন কিনা, এখনই বলা যাচ্ছে না।
বিশ্বের ধনীতম ব্যক্তি ইলোন মাস্ক ইতিমধ্যেই বলেছেন, তিনি টুইটারের খরচ কমাতে চান। সেজন্য এক্সিকিউটিভ ও বোর্ড মেম্বারদের বেতন কমাবেন। কী পরিমাণ বেতন কমাবেন এখনও বলেননি। পর্যবেক্ষকদের একাংশের ধারণা, টুইটারের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে পাওয়ার পরে মাস্ক ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করতে পারেন।
শুক্রবার এক কর্মী পরাগ আগরওয়ালকে বলেন, “আমরা শেয়ার হোল্ডার ভ্যালু ও শুল্কের কথা অনেক শুনেছি। এবার সত্যি করে বলুন, কর্মী ছাঁটাই হবে কিনা?” সিইও সরাসরি জবাব না দিয়ে বলেন, “টুইটার অতীতে কর্মীদের কল্যাণের জন্য কাজ করেছে। ভবিষ্যতেও তাই করবে।”
কর্মীরা পরাগ আগরওয়ালকে বলেন, তাঁদের আশঙ্কা, মাস্কের খামখেয়ালিপনার জন্য টুইটারের ব্যবসার ক্ষতি হবে। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে বিজ্ঞাপনদাতাদের সঙ্গে কথা বলবেন টুইটারের এক্সিকিউটভরা। কর্মীরা আশঙ্কা করছেন, মাস্ক টুইটার কিনে নেওয়ার পরে অনেক বিজ্ঞাপনদাতাই আর ওই সংস্থায় নতুন করে বিনিয়োগ করতে চাইবেন না।
টুইটারের চিফ কাস্টমার অফিসার সারা পারসোনেট বলেন, “আমরা প্রায়ই বিজ্ঞাপনদাতাদের সঙ্গে যোগাযোগ করি। তাঁদের আমরা বলেছি, এতদিন যেভাবে আমরা মানষকে পরিষেবা দিয়েছি, আগামী দিনেও তাঁর কোনও পরিবর্তন হবে না।”খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে