তাকফির সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সৃষ্টি করেছে আমেরিকা-ইসরাইল: আল হুথি
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে সৃষ্টি করেছে আমেরিকা ও তার ঘনিষ্ঠ মিত্র ইহুদিবাদী ইসরাইল। গতকাল (শুক্রবার) এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় আব্দুল মালিক একথা বলেন।
তিনি বলেন, রাজনৈতিক সংকট সৃষ্টি করে শত্রুরা আগেই বিভিন্ন জাতি গোষ্ঠীকে কব্জা করে নিচ্ছে এবং ওই সমস্ত জাতি গোষ্ঠীর মধ্যে বিভিন্নভাবে মতপার্থক্য ও সংঘাত তৈরি করছে। আব্দুল মালিক আল-হুথি মনে করেন, বিভিন্ন দেশে সংঘাত এবং যুদ্ধ-বিগ্রহ সৃষ্টি করে আমেরিকা তার অস্ত্রশিল্পকে লাভজনক পর্যায়ে নিয়ে গেছে এবং মার্কিন অস্ত্র নির্মাতাদেরকে বিপুল পরিমাণ অর্থ আয়ের সুযোগ করে দিয়েছে। এছাড়া, বলদর্পী এই শক্তি ফিলিস্তিন ও ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন অংশে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে গণহত্যা চালানোর ব্যবস্থা করে দিচ্ছে।
আব্দুল মালিক আল-হুথি মনে করেন, আমেরিকা ও তার মিত্রদের সেই সুদিন চলে গেছে। এখন ইয়েমেনের হুথি গেরিলাসহ বিভিন্ন দেশের প্রতিরোধকামী শক্তিগুলো মার্কিন বিরোধী লড়াইয়ের শামিল হচ্ছে এবং তারা আমেরিকার জন্য বিপদের ঝুঁকি তৈরি করেছে।নিজেদের মধ্যে মত-ভিন্নতা সৃষ্টি করে আমেরিকা ও তার মিত্রদেরকে লাভবান হওয়ার সুযোগ করে দেয়া থেকে বিরত থাকতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান আনসারুল্লাহ নেতা।
২০১৪ সাল থেকে দায়েশসহ কয়েকটি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইরাক ও সিরিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং বর্বরতা চালায়। এই গোষ্ঠীগুলোর অজুহাত তুলে আমেরিকা মধ্যপ্রাচ্যের বিরাট অংশে হস্তক্ষেপ করার সুযোগ পায়।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে


