গুপ্তচরবৃত্তির অভিযোগে নেদারল্যান্ডে রুশ কুটনীতিকদের বহিস্কারের নির্দেশ
নেদারল্যান্ড সরকার বলেছে, তারা বেশ কয়েকজন রুশ কুটনীতিককে তাদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। ডাচ সরকার অভিযোগ করেছে যে, রাশিয়া গুপ্তচরদের তাদের দেশে পাচারের চেষ্টা করা। নেদারল্যান্ডে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ও আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণ সংস্থার দপ্তরসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে।
দু’দেশের মধ্যে কুটনৈতিক বিরোধের সর্বশেষ ঘটনা হলো কুটনীতিদের বহিস্কারের এ নির্দেশ। এক বছর আগে রাশিয়া ইউরোপের প্রান্তরে ইউক্রেনে হামলা চালানোর পর এ বিরোধের সৃষ্টি হয়।
ডাচ পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় যে, নেদারল্যান্ড সমস্যা সমাধানের জন্য বার বার চেষ্টা করা সত্ত্বেও রাশিয়া অব্যাহতভাবে তাদের দেশে কূটনীতিকের ছদ্মাবরনে গুপ্তচর পাঠানোর চেষ্টা করে যাচ্ছে। আমরা এটি হতে দিতে পারি না। তিনি বলেন, যোগাযোগ চ্যানেল হিসেবে দূতাবাস খোলা রাখা দরকার যদিও বর্তমানে রাশিয়ার সাথে তার দেশের সম্পর্ক সবচাইতে খারাপ অবস্থায় এসে দাড়িয়েছে।
মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় জানায় যে, তারা ডাচ পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নেবে। রুশ কুটনীতিকদেরকে নেদারল্যান্ড ত্যাগের জন্য দু’সপ্তা সময় দেয়া হয়েছে। এ ছাড়া আমস্টার্ডামে একটি রুশ বানিজ্য দপ্তর মঙ্গলবারের মধ্যে বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ডাচ সরকার জানায়, তারা রাশিয়ার কুটনীতিকের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কারণ হেগে রুশ দূতাবাসে অবস্থিত কূটনীতিকের সংখ্যা মস্কো তাদের দূতাবাসের কুটনীতিকের সংখ্যার সমতা আনতে চায়।
এনবিএস/ওডে/সি


