মালিতে আইইডি বিস্ফোরণ; ৩ শান্তিরক্ষী নিহত, আহত ৫
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত করলে তিনজন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন। আনাদোলু এজেন্সি
মালিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মঙ্গলবার টুইটারে দেওয়া এক বার্তায় শান্তিরক্ষীদের হতাহতের এই তথ্য জানিয়েছে।
মূলত, ২০১২ সাল থেকে মালি এর উত্তর ও মধ্য অঞ্চল সন্ত্রাসী কর্মকাণ্ডে জর্জরিত। সন্ত্রাসীরা বেসামরিক নাগরিক, সৈন্য এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্য করে আইইডি ব্যবহার করে।
এনবিএস/ওডে/সি


