এবার মধ্যরাতে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

তুর্কি এবং সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের দু’সপ্তাহ পর মধ্যরাতে হঠাৎ করে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে থরথর করে নড়ে ওঠে এ দেশের মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। দি ওয়াল

জানা গেছে, ইন্দোনেশিয়ার টোবেলো থেকে ১৭৭ কিলোমিটার উত্তরে, মালুকু দ্বীপপুঞ্জের হালমাহেরা দ্বীপে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৯৯ কিলোমিটার গভীরে।

সাত সকালের এই ভূমিকম্পে এখনও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। তবে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। বহু মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছেন, নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। এই দ্বীপটিতে বাস করেন কমপক্ষে ৫ লাখ মানুষ। সকলেই আতঙ্কে আছেন।

এমনিতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ঘটনা নতুন কিছু নয়। মাঝেমধ্যেই কম্পন অনুভূত হয়। তবে সম্প্রতি তুরস্কে যে ভয়াবহ বিপর্যয় ঘটে গেছে, তার পরে যেন আর পাঁচটা কম্পনের মতো এড়িয়ে যেতে পারছেন না ইন্দোনেশিয়ার বাসিন্দারা।

প্রসঙ্গত, গতকাল, ২৩ ফেব্রুয়ারি প্রায় সারা দিন জুড়েই ভূমিকম্প হয়েছে আফগানিস্তানে। একের পর এক কম্পন ও আফটারশকে তীব্র আতঙ্ক ছড়িয়েছে সে দেশে। তার পরেই খবর এল ইন্দোনেশিয়া ভূমিকম্পের।

এনবিএস/ওডে/সি

news