ধুমপানে পেশি ক্ষয় ও দৃষ্টিহীনতার ঝুঁকি দ্বিগুণ

যে সকল মানুষ ধুমপান করে তাদের পেশি ক্ষয় ও দৃষ্টিহীনতার ঝুঁকি অধুমপায়ীদের তুলনায় অন্তত দ্বিগুণ বেশি। সংযুক্ত আরব আমিরাতের ডাক্তাররা একথা জানান।

বয়স সম্পর্কিত পেশিক্ষয় এএমডি হচ্ছে দৃষ্টি লোপের একটি রূপ যা ৫০ বছর বা তদোর্ধ লোকদের দৃষ্টিহীনতার সৃষ্টি করতে পারে। এএমডি সংক্রান্ত ঝুঁকির সাথে জেনেটিক কারণ ও ধুমপানের বিষয়ও যুক্ত রয়েছে।

চক্ষু বিশেষজ্ঞ ডা: বিসাম চারাফেদিন সংযুক্ত আরব আমিরাতের বারাকুয়ের চক্ষু হাসপাতালে বলেন, “ধুমপান ৪০ বছর বা তদোর্ধ্ব লোকদের পরিবর্তনযোগ্য এএমডি ঝুঁকির বিষয় দ্বিগুণ বা চারগুণও হতে পারে। তাই দৃষ্টি বিলোপ রোধ করতে চাইলে রোগীদের ধুমপান পরিত্যাগ করার পরামর্শ দেন ডা: বিসাম।

অন্যান্য ঝুঁকিও আছে ধূমপায়ীদের। জিন জনিত এএমডি’রও সম্পর্ক রয়েছে। সন্তানরাও এতে ক্ষতিগ্রস্ত হয়। অধুমপায়ীদের তুলনায় ধুমপায়ীদের এ ঝুঁকি তিন থেকে ছয় গুণ।

উন্নত দেশগুলোতে চোখের জ্যোতি কমে যাওয়ার একটি প্রধান কারণ। ৬৫ বছর উর্ধ্বো লোকদের ১০ শতাংশ এবং ৭৫ উর্ধ্বের ২৫ শতাংশেরও বেশি ঝুঁকিতে।

এনবিএস/ওডে/সি

news