নেপালে উপ-প্রধানমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ
শনিবার দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কমল দাহাল (প্রচন্ড) বিরোধী দল হতে নতুন প্রেসিডেন্ট নেওয়ার ঘোষণার পর থেকেই এমন সিদ্ধান্তের কথা জানালেন তারা । বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্ত অপরিপক্কতার সামিল।
শুক্রবার তিনি বিরোধী দল নেপালি কংগ্রেস পার্টির রাম চন্দ্র পাউদেলকে আগামী মাসের নতুন রাষ্ট্রপতি নির্বাচনে মনোয়ন দেওয়ার ঘোষণা দেন। এর আগে কথা ছিল তার জোটের ইউনিফাইড মার্কসিস্ট লেলিনিস্ট (ইউএমএল) হতে মনোয়ন দেওয়ার। তার এ সিদ্ধান্তের বিষয়ে কারণ সম্পর্কে কিছু বলেননি।
শনিবার দেশটির উপ প্রধানমন্ত্রী রাজেন্দ্র লিংডেন ( সাবেক জ্বালানী, পানি ও সেচ মন্ত্রী), নগর উন্নয়ন, বিচার বিষয়কসহ এক কনিষ্ঠ মন্ত্রী এসময় পদত্যাগ করেন।
এক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় লিংডেন বলেন, যে জোটের অধীনে আমরা দায়িত্ব নিয়েছিলাম সেটি তার অবস্থানে আর নেই। আমাদের এই সরকারের সঙ্গে থাকা সঠিক সিদ্ধান্ত হবেনা বলে জানান রয়টার্সকে। তবে প্রধানমন্ত্রীর দপ্তর তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে কিনা সে বিষয়ে জানায়নি কিছু।
মার্চ্র ৯ তারিখে দেশটির তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত করতে যাচ্ছে। ২৩৯ বছরের রাজতন্ত্র প্রথা অবসানের পর ২০০৮ সাল হতে এ পর্যন্ত দেশটি ১১টি সরকারের দেখা পেয়েছে। রাজনৈতিক অস্থিরতার জন্য নেপালের ৪০ বিলিয়ন ডলারের অর্থনীতি এখন হুমকির মুখে রয়েছে।
এনবিএস/ওডে/সি


