সেলতাকে হারিয়ে সুপার কাপের পথে বার্সেলোনা
ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সফল হলো না সেলতা। তবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত আক্রমণে গোলের সুযোগ তৈরি করেছিলো তারা। কিন্তু বার্সা গোলরক্ষকে পরীক্ষা নিতে পারেনি। তবে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে খেলে সহজ জয় নিয়ে সুপার কাপের পথে রয়েছে জাভি হার্নান্দেজের দল বার্সেলোনা।
এদিন মেমফিস দিপাইয়ের চমৎকার ফিনিশিংয়ের পর জোড়া গোল করলেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। বার্সেলোনার রক্ষণের মারাত্মক ভুলে একটি গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আভাস দিল সেল্তা। কিন্তু তাদেরঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সফল হলো না সেলতা। তবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত আক্রমণে গোলের সুযোগ তৈরি করেছিলো তারা। কিন্তু বার্সা গোলরক্ষকে পরীক্ষা নিতে পারেনি। তবে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে খেলে সহজ জয় নিয়ে সুপার কাপের পথে রয়েছে জাভি হার্নান্দেজের দল বার্সেলোনা। জন্য বড় ধাক্কা হয়ে এলো জেসন মুরিয়োর লাল কার্ড। শেষ আধ ঘণ্টার বেশি সময় এক জন নিয়ে খেলা দলটি সেভাবে স্বাগতিকদের চ্যালেঞ্জই জানাতে পারল না। অনায়াস জয়েই স্প্যানিশ সুপার কাপে জায়গা করে নেওয়ার পথে এগিয়ে গেল শাভি এর্নান্দেসের দল।
ক্যাম্প ন্যুয়ে লা লিগার ম্যাচে মঙ্গলবার (১০ মে) রাতে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। লিগে দুই ম্যাচ পর সেল্তার বিপক্ষে জয়ের স্বাদ পেল তারা


