অ্যাস্টন ভিলার বিরুদ্ধে লিভারপুলের স্বস্তির জয়


শেষ পর্যন্ত পেরে উঠলো না অ্যাস্টন ভিলা। প্রথমে গোল করে তার লিভারপুলকে চাপে রাখলেও আক্রমণ অব্যাহ রাখতে পারেনি। তবে রিভারপুল ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। খেলা শুরু তিন মিনিটের মাথায় অ্যাস্টন ভিলা গোল করলেও তা পরিশোধ করতে তিন মিনিট সময় লাগেনি লিভারপুলের।  

তবে জয় পেতে তাদের ঘণ্টার উপরে সময় লেগেছে। বাকিটা সময় নির্বিঘ্নে কাটিয়ে দিয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো  কোচ ইয়ুর্গেন ক্লপের দল। তাতে ম্যানচেস্টার সিটিকে চাপে রাখার পাশাপাশি শিরোপা লড়াই জমিয়েও রাখল লিভারপুল।

অ্যাস্টন ভিলার মাঠ থেকে মঙ্গলবার (১০ মে) রাতে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে লিভারপুল। শীর্ষে থাকা সিটির সমান ৮৬ পয়েন্ট তাদের। তবে ক্লপের দল এক ম্যাচ বেশি খেলছে। আগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ১-১ ড্র করে লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে পড়েছিল তারা। অ্যাস্টন ভিলার ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ায় শঙ্কার মেঘ উঁকি দিয়েছিল। জোয়েল মাতিপ ও সাদিও মানের গোলে সে মেঘ উড়িয়ে দিয়েছে তারা। 

news